ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বৃহস্পতিবার সংসদে উঠছে বাজেট (ভিডিও)

তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৮ জুন ২০২২

বৃহস্পতিবার সংসদে উঠছে ২০২২-২৩ অর্থবছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে রেকর্ড ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। যাতে ঘাটতি থাকছে প্রায় আড়াই লাখ কোটি টাকা। এবারও দেশি-বিদেশি ঋণের ওপর বাড়ছে নির্ভরতা। ভর্তুকিতে থাকবে বড় বরাদ্দ। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই হবে বড় চ্যালেঞ্জ।

নিত্যপণ্যের উর্ধ্বগতি, টাকার ধারাবাহিক দরপতন, অস্থির বিশ্ববাজার। সাথে বেসামাল আমদানি-ব্যয়। আর এর বিপরীতে কম রপ্তানি-আয়, রেমিট্যান্সে ধীরগতি। এক কথায় খানিকটা চাপে দেশের সামষ্টিক অর্থনীতি।  

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের জন্য রেকর্ড ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা আগের বাজেটের চেয়ে ৭৪ হাজার ৩৮৩ কোটি টাকা বেশি।  

বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যামাত্রা ধরা হচ্ছে ৪ লাখ ৩৬ হাজার ২৭১ কোটি টাকা। এরমধ্যে ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা এনবিআরকে আদায় করতে হবে। এনবিআর-বহির্ভুত খাত ১৮ হাজার কোটি টাকা এবং কর-ব্যতিত রাজস্ব থেকে আদায়ের লক্ষ্য ৪৫ হাজার কোটি টাকা। এছাড়া ৩ হাজার ২৭১ কোটি টাকার বিদেশি অনুদানের প্রত্যাশা করা হচ্ছে। 

কিন্তু তারপরও নতুন বাজেটে ঘাটতি থাকছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর অনুদান বাদ দিলে ঘাটতি ছাড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। তবে সামগ্রিক ঘাটতি জিডিপির সাড়ে ৫ শতাংশ ছাড়াচ্ছে না। 

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “হঠাৎ করে আয়-ব্যয় বেড়ে গেলে মূল্যস্ফীতি বাড়তে পারে। সেজন্য বাজেট হবে সংযত বাজেট।”

এদিকে, বাজেট ঘাটতি পূরণে এবারও দেশি-বিদেশি ঋণের ওপরই নির্ভর করতে হচ্ছে। বিদেশি উৎস থেকে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা, স্থানীয় ব্যাংক-ব্যবস্থা থেকে ঋণের লক্ষ্যমাত্রা ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি। এছাড়া ৩৫ হাজার কোটি টাকার সঞ্চয়পত্রসহ মোট ৪০ হাজার কোটি টাকা ব্যাংক-বহির্ভুত ঋণ নেয়ার লক্ষ্যমাত্রা থাকছে।  

বাজেট জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে ৭ শতাংশ। আর বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে নামিয়ে লক্ষ্য রাখা হয়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আমল বলেন, “মূল্যস্ফীতিটা সাধারণ মানুষের জন্য কষ্ট কর, দাম বাড়লে। এটা সরকারের চিন্তা-ভাবনায় যথেষ্ট প্রভাব বিস্তার করেছে বাজেট প্রণয়নে।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি