ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৬, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ২ জুলাই ২০১৭

পরিবারের সদস্যদের সাথে গ্রামের বাড়ীতে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে মানুষ। অফিস এবং কারখানাগুলোতে পুরোমাত্রায় কাজ শুরু হওয়ায় বাস, ট্রেন, লঞ্চে গাদাগাদি করেই আসছে নগরবাসী। এদিকে, রাজধানীও ফিরছে স্বাভাবিক ছন্দে।
প্রিয়জনকে ছেড়ে আসতে কষ্ট হলেও জীবন- জীবিকার তাগিদে কর্মস্থলে ফিরছে মানুষ।
ঈদ এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে যারা একুট বেশি সময় বাড়ীতে কাটিয়েছেন, সপ্তাহের প্রথম কর্মদিবসে ফিরেছেন তারা।
ট্রেনে টিকিট না পেয়ে অনেকেই উঠেন ছাদে।
গত কয়েকদিনের তুলনায় রোববার রাজধানীর বাস টার্মিনালগুলোতে বাড়ী ফেরত মানুষের ভিড় ছিলো বেশি।
সদরঘাট লঞ্চ টার্মিনালেও দেখা যায় ঈদ আনন্দ শেষে রাজধানীমুখী জনস্রোত।
এদিকে, রাজধানীর সড়কে বাড়ছে গাড়ীর চাপ, পুরনো চেহারা ফিরে পাচ্ছে ব্যস্ত শহর।

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি