ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সেপ্টেম্বরে দিল্লি সফর হতে পারে প্রধানমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ১৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফর নিয়ে আলোচনা হবে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম জেসিসি বৈঠকে। আগামী সেপ্টেম্বরে সরকার প্রধান নয়াদিল্লি সফর করতে পারেন। বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাঙ্ক্ষিত সেই বৈঠক হবে রোববার। যৌথ পরামর্শক কমিশন জেসিসি’র ওই বৈঠকে রাজনীতি, অর্থনীতিসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতেই খোলামেলা আলোচনা করতে চায় বাংলাদেশ। সেই প্রস্তুতি নিয়ে শুক্রবার দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছে জেসিসি প্রতিনিধিদল। তবে দলনেতা পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন যাবেন শনিবার। 

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মন্ত্রী পর্যায়ে আলোচনার স্ট্রাকচার্ড ফোরাম জেসিসিতে এক যুগ ধরে ঝুলে থাকা তিস্তার পানি বণ্টন চুক্তি দ্রুত সই করার তাগিদ দেয়া ছাড়াও অমীমাংসিত সব ইস্যুর মীমাংসা চাইবে বাংলাদেশ।

এ নিয়ে এক কর্মকর্তা বলেন, “সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর প্রস্তাবিত দিল্লি সফরে যেন তিস্তা ব্রেক থ্রো হিসেবে সই করা যায় সেটাই বাংলাদেশের চাওয়া।”

কর্মকর্তারা জানান, অত্যাসন্ন জেসিসিতে সাম্প্রতিক এবং স্পর্শকাতর কমপক্ষে দুটি ইস্যুর জরুরি সমাধান চাইবে ঢাকা। তা হলো- আর যেন একজন রোহিঙ্গাও ভারত থেকে বাংলাদেশে ঢুকতে না পারে। ভারতে বসবাসরত প্রায় হাজার খানেক রোহিঙ্গা এরইমধ্যে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে।

জেসিসি বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফর চূড়ান্ত হবে জানিয়ে মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা বলেন, “জুলাইতে সফরটি হওয়ার প্রস্তাব ছিল। কিন্তু তা হচ্ছে না। শোকের মাস আগস্টে প্রধানমন্ত্রী দেশেই থাকেন। সে কারণে আশা করি তা সেপ্টেম্বরে হবে। তবে সেটি কোন তারিখে হবে, কতোদিনের সফর হবে এবং কী কী বিষয় নিয়ে আলোচনা হবে তার খুঁটিনাটি জেসিসি বৈঠকে চূড়ান্ত হবে।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি