ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৯, ১৮ জুন ২০২২

প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হলো গাড়ি। আগামী ২৫ জুন উদ্বোধনের আগে শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পরীক্ষামূলকভাবে সেতু প্রকল্পের কয়েকটি গাড়ি পার হয়।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাওয়া প্রান্তের টোলপ্লাজায় টোল দিয়ে সেতু প্রকল্পের গাড়িগুলো পদ্মা সেতু পার হয়।

পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ আব্দুল কাদের এ বিষয়ে বলেন, “প্রকল্পের গাড়ি নিয়ে প্রথমবারের মতো টোল দিয়ে পদ্মা সেতু পার হয়েছি আমরা। এক হাজার ২০০ টাকা টোল দিয়ে প্রকল্পের প্রথম গাড়িটি পার হয়। টোল ব্যবস্থাপনা ঠিক আছে কিনা পরীক্ষার জন্য এ ব্যবস্থা নিয়েছে। যাচাই-বাছাই করে দেখেছি সব কিছু ঠিক আছে।”

এর আগে ১৪ জুন সন্ধ্যায় মাওয়া ও জাজিরা প্রান্তে সব ল্যাম্পপোস্টে একসঙ্গে বাতি প্রজ্বালন করা হয় সরাসরি বিদ্যুৎ সংযোগের মাধ্যমে। পরীক্ষামূলকভাবে সড়ক বাতিগুলো জ্বালানো হয়। ইতোমধ্যেই সব কাজ সফল হয়েছে বলে সেতু কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে স্বপ্নের এই সেতুটি। এরপরের দিন ২৬ জুন থেকে চলবে সব যানবাহন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি