বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পুনরায় আইএফআরসি’র গভর্নিং বোর্ডের সদস্য
প্রকাশিত : ১৯:৫৪, ২০ জুন ২০২২ | আপডেট: ২০:০১, ২০ জুন ২০২২
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আন্তর্জাতিক ফেডারেশন অফ রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি’র (আইএফআরসি) ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নির্বাচিত হয়েছে।
রোববার (১৯ জুন) জেনেভায় অনুষ্ঠিত নির্বাচনে ভারতকে হারিয়ে বাংলাদেশ পুনরায় চার বছরের জন্য সদস্য নির্বাচিত হয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় মেয়াদে আইএফআরসি গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত নির্বাচনে ইন্ডিয়ান রেড ক্রসকে ২৮ ভোটে হারিয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়লাভ করে। ভোটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৮০ ভোট ও তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি পেয়েছে ৫২ ভোট।
সুইজারল্যান্ডের জেনেভায় ১৯২টি জাতীয় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়ে গঠিত এই সংস্থার জেনারেল অ্যাসেম্বলিতে সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহাব এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছেন।
এসএ/
আরও পড়ুন