ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নতুন বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর কর্মতৎপরতা বাড়ানোর নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৪, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:৩৮, ২ জুলাই ২০১৭

নতুন বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর কর্মতৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সচিবালয়ে সচিবদের সাথে বৈঠকে এই নির্দেশ দেন। বাজেট প্রণয়নে সরকারের রাজনৈতিক উন্নয়নের দিকদর্শন তুলে ধরেন সরকার প্রধান।
সংসদে বাজেট পাসের পর সচিবদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক।
শান্তিপূর্ণভাবে ঈদ উৎসব পাড়ি দেয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি সন্তোষ জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনভাতা বাড়ানো হয়েছে উল্লেখ করে বলেন, দুর্নীতি বন্ধ করতে হবে।
উপস্থিত সচিবরা জানান, নতুন বাজেট বাস্তবায়নে মন্ত্রণালয়গুলোর কর্মতৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ফার্স্টট্র্যাক উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে আরো আন্তরিকতার সাথে সচিবদের কাজ করারও তাগিদ দেন তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি