ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

‘হিসেব করে দেখেন কত সেতু করেছি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৬, ২২ জুন ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায়ও আওয়ামীলীগ সরকার অনেক কাজ করেছে। 

বুধবার (২২ জুন) সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পদ্মা সেতুর উদ্বোধনসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘‘আগে কুড়িগ্রাম যাতায়াত খুবই কঠিন ছিল, এটি একটি দ্বিপ জেলার মত ছিল। সেখানে ধরলা সেতুর পাশাপাশি জামালপুরের দেওয়ানগঞ্জে সেতু করে দিয়েছি। লালমনির হাটের সঙ্গে গঙ্গাচড়া- রংপুর সেতু করে দিয়েছি। গাইবান্ধা-গোবিন্দগঞ্জের সঙ্গে ঘোড়াঘাট অর্থাৎ দিনাজপুরে সেতু করে দিয়েছি। পিরগঞ্জ থেকে নবাবগঞ্জ, এটাও দিনাজপুরে, সেই ব্রীজও আমরা করে দিয়েছি। অর্থাৎ, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলপামারী সমস্ত এলাকায় একটা যোগাযোগের নেটওয়ার্ক তৈরী করে দিয়েছি।’’

তিনি আরও বলেন, ‘‘এছাড়া আরও অনেক ব্রীজ করেছি, যেগুলোর নাম বলতে গেলে সারাদিন লাগবে। আপনারা খুজে বের করেন, কত সেতু করেছি আমি ১৯৯৬ থেকে এই পর্যন্ত।’’

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি