ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন ইউনূস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩০, ২৩ জুন ২০২২ | আপডেট: ১৭:৫৬, ২৪ জুন ২০২২

মুহম্মদ ইউনূস

মুহম্মদ ইউনূস

আর মাত্র কয়েক ঘণ্টা, উদ্বোধনের মধ্যদিয়ে উন্মুক্ত হতে যাচ্ছে স্বপ্নের পদ্মাসেতু। দক্ষিণাঞ্চলের প্রাণের চাওয়া এই সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ ইউনূস। তবে তিনি এতে উপস্থিত থাকবেন কি-না, সে বিষয়ে নিশ্চিত নয় ইউনূস সেন্টার।

এর আগে পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধীদল বিএনপির সাত নেতাকে আমন্ত্রণপত্র পাঠানো হয়। যদিও দুর্নীতির দায়ে বর্তমানে সাজাপ্রাপ্ত দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আলাদা করে দাওয়াত দেওয়া হয়নি বলে জানিয়েছেন সেতু বিভাগের পরিচালক (প্রশাসন) রুপম আনোয়ার। 

বৃহস্পতিবার এ বিষয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “খালেদা জিয়াকে আলাদা করে কোনো আমন্ত্রণপত্র দেয়া হয়নি। ড. ইউনুসকে যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে, আমরা সরাসরি উনার অফিসে পাঠিয়েছি, বুধবারই তা রিসিভ করা হয়েছে।"

শনিবার পদ্মাসেতুর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য সাড়ে ৩ হাজার অতিথিকে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে বলে জানান রুপম আনোয়ার।

তিনি বলেন, “এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ অনেকে আছেন। পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন, যেসব বিদেশি কর্মী এই সেতু তৈরিতে পরিশ্রম করেছেন, তারাও আমন্ত্রিত হিসেবে থাকবেন।”

এদিকে, আমন্ত্রণ পত্র বিষয়ে ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক ও মুখপাত্র লামিয়া মোর্শেদ জানান, নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের নামে সেতু বিভাগের পাঠানো আমন্ত্রণপত্র তারা পেয়েছেন। এটা কালকে রিসিভ করা হয়েছে এবং স্যারের কাছে পৌঁছানো হয়েছে।

তবে নোবেলজয়ী মুহম্মদ ইউনূস পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন কি-না এ বিষয়ে লামিয়া মোর্শেদ বলেন, “উনি দেশেই আছেন। যাবেন কি না, সেটা আমাদেরকে এখনও জানাননি। তবে আমন্ত্রণপত্র তিনি রিসিভ করেছেন।”

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি