ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

পদ্মা, জননী ও জামিলুর রেজার কথা

এস.এম.আব্রাহাম লিংকন

প্রকাশিত : ১৪:৫৪, ২৪ জুন ২০২২ | আপডেট: ১৬:৩৫, ২৪ জুন ২০২২

আমাদের পূর্বপুরুষেরা
হেটে কিংবা গাড়ি চড়ে 
পদ্মা পাড়ি দিয়ে গন্তব্যে যেতে পারেনি।
শত সহস্রের সলিল সমাধি। 
আর মাসে হপ্তাহে লঞ্চ ডুবি, নিত্য আমাদের।
পদ্মার ঢেউ গুলো মাড়িয়ে 
পূর্ব পুরুষের সলিল সমাধির প্রতিশোধের একটা নেশায় পেয়েছিল আপনাকে। 

স্বপ্নের সেতু নিয়ে মসকরাও কম হয়নি
হয়তো সেটি হিংসে ছিল- 
পারঙ্গমের প্রতি অপারঙ্গমের। 
আপনি মৃদু হেসে সবার পক্ষে জবাব দিয়েছেন 
আপন কর্ম দিয়ে।

প্রমত্তা পদ্মা বহুদিন বাগরাও দিলো, 
সবার নাভিশ্বাস!! 
এই বুঝি তীরে এসে ডুবে যায় তরী।

পদ্মা অপারিজতা নয়
শেষ খুঁটিটি পূঁতে 
জয়টি ছিনিয়ে নিয়েছেন।
পদ্মার অহমিকা আপনি চূর্ণ করেই ছেড়েছেন।

উথাল পাথাল ঢেউ গুলো আজ পরাজিত,
জননীর সাহস আর 
আপনার প্রকৌশল চিন্তার কাছে।

পদ্মার পরাজিত ঢেউ গুলো আজ
ন্যুয়ে পড়ে কংক্রিটের পিলার গুলোয়।
আমি দেখি-
সমগ্র সেতুটাই জননী ও জন্মভূমি 
আর শেষ পিলারটা 
যেন জামিলুর রেজার পা।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি