ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১২, ২৫ জুন ২০২২ | আপডেট: ১৪:৩৯, ২৫ জুন ২০২২

জনগণের শক্তি সবচেয়ে বড় শক্তি, জনগণ সাথে আছে বলেই নিজের টাকায় পদ্মাসেতু তৈরী সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন শেষে মাদারীপুরের শিবচরের সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী। শনিবার (২৫ জুন) বেলা ১২টা ৫৩ মিনিটে মঞ্চে এসে উপস্থিত হন তিনি। 

মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সকাল থেকেই অপেক্ষা করছিলেন লাখো মানুষ৷ পদ্মা সেতু উদ্বোধনের পর সরাসরি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

দুপুর পৌনে ১টার দিকে মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর সোয়া একটার দিকে তিনি বক্তব্য শুরু করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “নিঃস্ব আমি, রিক্ত আমি দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।’

তিনি বলেন, “বাবা-মা ভাই হারিয়ে পেয়েছি আপনাদের। আপনাদের মাঝেই আমি ফিরে পেয়েছি আমার বাবার স্নেহ, মায়ের স্নেহ, ভাইয়ের স্নেহ। আপনাদের পাশেই আমি আছি, আপনাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত, এই ওয়াদা আমি দিয়ে গেলাম।”

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে ওপারে শরিয়তপুরের জাজিরা প্রান্তে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে ১২টা ৩৬ মিনিটে আরেকটি ফলক মঞ্চে যান তিনি। সেখানে দ্বিতীয় দফায় মোনাজাতে অংশ নেন।

জাজিরা প্রান্তে সেতুর মোড়ক উন্মোচনের সময় প্রধানমন্ত্রীর এক পাশে অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড মসিউর রহমান এবং অপর পাশে সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন উপস্থিত ছিলেন। এসময়ে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, চিফ হুইপ নূর ই আলম চৌধুরী, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন প্রমুখ।

এর আগে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাড়ে তিন হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেলে আয়োজন করা হয় সমাবেশের। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে ভাষণ শেষে স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট উদ্বোধন করেন তিনি। এরপর গাড়িবহর নিয়ে ১১টা ৫৫ মিনিটে টোল প্লাজায় টোল প্রদান করেন তিনি। ১১টা ৫০ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমেই খোলে পদ্মা সেতুর দোর।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি