ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পদ্মার বুকে বর্ণিল নৌকার শোডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৫ জুন ২০২২

মাদারীপুরের কাঁঠালবাড়ীতে সেতুর উদ্বোধন শেষে আওয়ামী লীগের জনসভাস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে বর্ণিল সাজে সাজিয়ে নৌকা নিয়ে প্রধানমন্ত্রীর জনসভায় হাজির হয়েছেন দলীয় নেতা-কর্মীসহ অগনিত সাধারণ মানুষ।

বিভিন্ন রঙ-বেরঙের সাজসজ্জা করে নৌকা নিয়ে জনসমাবেশে যোগ দিয়েছেন তারা। সমাবেশস্থলটি পদ্মা নদীর পাশে হওয়ায় সহজেই নৌকা নিয়ে তারা সমাবেশে অংশ নিয়েছেন।

শরিয়তপুর, মাদারীপুর, চাঁদপুর জেলা থেকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে সমাবেশস্থলে এসেছে মানুষ।

সভাস্থলে দেখা গেছে, সোয়া ৯টায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বরিশাল, ভোলা, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চল থেকে একের পর এক লঞ্চ এসে ভিড়ছে কাঁঠালবাড়ী ঘাটে। মিছিলে মিছিলে মানুষের বিশাল সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি