ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আরও বাড়তে পারে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ২৫ জুন ২০২২

আগামী ১০ দিনে ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। ব্রহ্মপুত্র নদীর অববাহিকার অন্যান্য পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে।

শনিবার বন্যা তথ্য কেন্দ্রের এক পূর্বাভাসে জানানো হয়, গঙ্গা-পদ্মা নদীর পানি আগামী ২ দিন কমতে পারে এবং তারপর বাড়তে পারে। এই সময় সীমার মধ্যে গঙ্গা নদীর অববাহিকায় পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে বলা হয়, দেশের প্রধান সব নদ ও নদীর পানি হ্রাস পাচ্ছে। গত ২৪ ঘন্টায় সারাদেশের উল্লেখযোগ্য নদীর মধ্যে সিলেটের সুরমা নদীর ৮ সেন্টিমিটার পানি কমেছে, কানাইঘাট পয়েন্টে সুরমা নদীতে ১২ সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। পুরাতন সুরমা নদীর পানি হ্রাস পেয়েছে। কুশিয়ারা নদীর ৫ টি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। কুশিয়ারা নদীর তিনটি পয়েন্টে পানি হ্রাস পেয়েছে। খালিয়াঝুড়ির বাউলাই পয়েন্টে পানি হ্রাস পেয়েছে।

অন্যদিকে বন্যা তথ্য কেন্দ্রের মতে, ঢাকার চারপাশের নদীসমূহের পানি বাড়তে পারে। আপাতত ঢাকার চারপাশের নদীসমূহের অববাহিকায় বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা নেই। দেশের সকল প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘন্টায় তিস্তা বেসিন ছাড়া দেশের অভ্যন্তরে এবং উজানের বিভিন্ন অংশে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা কম। আগামী ৪৮ ঘন্টায় ব্রহ্মপুত্র-যমুনা, গঙ্গা-পদ্মা, ধরলা, দুধকুমার এবং দেশের উত্তর-পূর্বাঞ্চলের সকল প্রধান নদ-নদীসমূহের পানি হ্রাস পেতে পারে।

পরবর্তী ৪৮ ঘন্টায়, ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গে (জলপাইগুড়ি, সিকিম) মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে উক্ত সময়ে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থান করতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

পরবর্তী ২৪ ঘন্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও জামালপুর জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। শরীয়তপুর ও মাদারীপুর জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘন্টায় ১০৯ টি পর্যবেক্ষণাধীন পয়েন্টগুলোর মধ্যে বৃদ্ধি পেয়েছে ২৬ টির, হ্রাস পেয়েছে ৭৮ টির ,অপরিবর্তিত রয়েছে ৫ টির, এবং বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ১০ টি’তে। বন্যা প্লাবিত জেলা ১১ টি। ৭ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি