ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৭, ২৫ জুন ২০২২ | আপডেট: ২২:৩৪, ২৫ জুন ২০২২

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে বাংলাদেশ সফরের জন্য বাইডেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম।

এ সময় হোয়াইট হাউসের ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ দেশ বলে মন্তব্য করেন জো বাইডেন। 

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার টুইটার একাউন্ট থেকে বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, ‘হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে পেরে সম্মানিত বোধ করছি।’

তিনি লিখেন, ‘জো বাইডেন বলেছেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ একটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ পৌঁছে দিয়েছি।’ 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি