ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিক্রির শুরুতেই শেষ ট্রেনের টিকিট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদযাত্রায় রেলের আগাম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা যায়। এদিকে ওয়েবসাইটের পাশাপাশি ‘রেলসেবা’ অ্যাপ চালু করলেও কাটেনি অনলাইন বিড়ম্বনা। বিক্রি শুরু হতেই শেষ হয়ে যায় ৫ জুলাইয়ের টিকিট।

শুক্রবার (১ জুলাই) সকাল ৮টায় টিকিট বিক্রি শুরু হলেও বৃহস্পতিবার রাত থেকেই কাউন্টারের সামনে ভিড় করেন টিকিটপ্রতাশীরা। উপচেপড়া ভিড়ের মধ্যেই ভ্যাপসা গরমে নাকাল যাত্রীরা। নারীদের একটি কাউন্টার হওয়ায় দুর্ভোগের শেষ নেই তাদেরও।

গতবারের সংকট কাটাতে অনলাইনে এবার ওয়েবসাইট ছাড়াও "রেল সেবা" অ্যাপ চালু করেছে সহজ ডট কম। এতেও কোনো উন্নতি নেই পরিস্থিতির। বিক্রি শুরুর সঙ্গে সঙ্গে অনলাইনে টিকিট না পাওয়ার অভিযোগ যাত্রীদের।

চাহিদার তুলনায় অনলাইনে বরাদ্দ কম থাকায় অনেকেই টিকিট পাচ্ছেন না বলে দায়সারা জবাব রেলওয়ের।

ভোগান্তি কমাতে সাতটি স্থান থেকে বিক্রি হচ্ছে টিকিট। প্রতিদিন বিক্রি হবে প্রায় ২৯ হাজার। যার ৫০ শতাংশ কাউন্টার আর ৫০ শতাংশ অনলাইনে। এ বার ছয়টি ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করবে রেলওয়ে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি