ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠার আশা সিইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ৩ জুলাই ২০২২

উন্নয়ন সহযোগী দেশগুলো সহযোগিতার কথা জানালেও কূটনৈতিকদের চট করে এই বিষয়ে কিছু বলেননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তবে নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা চালিয়ে যাবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

রোববার (৩ জুলাই) বাংলাদেশে নিযুক্ত ইউরোপিয় ইউনিয়নের (ইইউ) হাইকমিশনের নেতৃত্বে অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ভুক্ত ১৪টি দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথা জানান তিনি।

সিইসি বলেন, উনারা এসেছেন এটা একটা ট্রেডিশন। আগেও এসেছেন, তারই ধাবাবাহিকতা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আইন-কানুন ও আমাদের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা আমাদের কার্যক্রমগুলো জানিয়েছি। উনারা সাধারণত গণতান্ত্রিক মূল্যবোধের ওপর জোর দিয়ে থাকেন। সেজন্যই উনারা ইলেকশনটা যদি ইনক্লুসিভ, একসেপ্টেবল, ফ্রি এবং ফেয়ার হয়। তাহলে উনারাও খুশি হবেন, পুরো দেশবাসীও খুশি হবেন- এই আশাবাদ উনারা ব্যক্ত করেছেন। আমরা আমাদের দিক থেকে ইলেকশন কমিশন হিসেবে আমাদের যা যা করণীয় আমরা করবো। উনারা প্লিজড। বলেছি, ভবিষ্যতেও যখন প্রয়োজন হয়, আসবেন।

কোনো সহযোগিতা করার বিষয়ে তারা কিছু বলেছে কি না- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, উনারা যেটা বলেছে, সহযোগিতা করার কথা। আমরা চট করেই নিজেরা কিছু বলিনি। আমরা বলেছি, আমরা নিজেদের মধ্যে আলোচনা করে দেখবো। কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যদি প্রয়োজন হয়, তাহলে আমরা উনাদের জানাবো।

কী ধরণের সযোগিতা করবেন- এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা বলেছি, সেটা আমরা বিবেচনা করে দেখবো। আমরা এখনো সহযোগিতা চাইনি।

সক্ষমতা বাড়ানোর সহযোগিতা নাকি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য সহযোগিতা করবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ইলেকশন রিলেটেড। যেটা হতে পারে ভোটার এজুকেশন, ইসির সক্ষমতা বৃদ্ধি বিষয় হতে পারে। আমি তো বলেছি আমরা উনাদের জানাইনি এখনো। আমরা যদি মনে করি কোনো রকম সহযোগিতা বা ট্যাকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা ট্রেনিং প্রয়োজন হবে, তখন উনাদের জানাবো। এজন্য নিশ্চিত করে বলতে পারছি না কী ধরণের সহযোগিতা উনারা দেবেন বা আমরা কী ধরণের সহযোগিতা চাইবো। উনারা পর্যবেক্ষণের কথা বলেছেন, আমরা বলেছি, আমাদের এদিক থেকে কোনো বাধা নেই। তবে এ বিষয়ে ডিপ্লোমেটিক্যালি আলোচনা করে দেখতে পারেন। ফরেন ওবজারভারদের বিষয়ে আপনারা ফরেন মিনিস্ট্রিতে একটু কথা বলে দেখতে পারেন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্বের বিষয়ে কোনো কথা বলেছেন কি না- এই প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে উনারা তেমন কিছু বলেননি। উনারাও খুব ভালো করেই জানেন, এখনো কিছু কিছু দল ঘোষণা দিয়ে যাচ্ছে, তারা নির্বাচনে অংশ নেবে না। উনারাও বিশ্বাস করেন, আমরাও চেষ্টা করে যাবো, যেন ঐক্যমত প্রতিষ্ঠিত হয়।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি