ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানী যানজটমুক্ত রাখতে প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ৩ জুলাই ২০২২ | আপডেট: ১৯:০৪, ৩ জুলাই ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Ekushey Television Ltd.

রাজধানীকে যানজটমুক্ত রাখতে ঢাকার আশপাশ দিয়ে দ্রুত সার্কুলার রোড নির্মাণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে রাজধানীর মধ্যে থাকা কাঁচা বাজারগুলো সরিয়ে নিকটবর্তী এলাকা কাঁচপুর, আমিন বাজার, কেরানীগঞ্জসহ অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেন তিনি।

রোববার (৩ জুলাই) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব জরুরী নির্দেশনা দেন। 

সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার কথা বলেছেন। তিনি বলেছেন, সুশাসন বজায় থাকায় পদ্মাসেতুর মতো একটি বিশাল ও জটিল প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হয়েছে।’ 

খন্দকার আনোয়ারুল বলেন, ‘পদ্মাসেতু হওয়ায় স্বাভাবিকভাবেই রাজধানীতে গাড়ি চলাচল বেড়েছে। আর এই চাপ কমিয়ে রাজধানীর বাইরে দিয়ে বিকল্প সার্কুলার রোড করার বিষয়ে আলোচনা হয়েছে। যাতে দূরপাল্লার যানবাহনগুলোকে শহরের ভেতরে ঢুকতে না হয়।’

সচিব বলেন, ‘সুশাসন এবং প্রশাসনিকভাবে কঠোর নজরদারির জন্য পদ্মাসেতু সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় সন্তোষ প্রকাশ করেছেন।’

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি