ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাত্র ২ ঘণ্টায় টুঙ্গিপাড়া থেকে গণভবনে প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ৪ জুলাই ২০২২

পদ্মাসেতু পাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর

পদ্মাসেতু পাড়ি দিচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহর

স্বপ্নের পদ্মাসেতু পাড়ি দিয়ে সড়ক পথে টুঙ্গিপাড়া থেকে মাত্র দুই ঘণ্টায় গণভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুঙ্গিপাড়া থেকে প্রধানমন্ত্রীর গাড়ির বহরটি বিকাল সাড়ে ৩টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে। পথে কোনো যাত্রাবিরতি ছাড়াই বিকাল সাড়ে ৫টায় গণভবনে পৌঁছায় প্রধানমন্ত্রীর গাড়ির বহর।

বিকাল ৪টা ৫০ মিনিটে টোল দিয়ে পদ্মা সেতু পার হন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন থেকে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন। তিনি সকাল পৌনে ১১টায় সেখানে পৌঁছান। যাওয়ার সময় পদ্মা সেতুতে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পাশাপাশি সেতু পার হয়ে জাজিরা পয়েন্টে আধা ঘণ্টার মতো যাত্রাবিরতি করেন তিনি।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি