ঘনঘন বন্যা: নদীতে বাঁধ নির্মাণকেই দায়ী করলেন বিশেষজ্ঞরা
প্রকাশিত : ২২:২০, ৪ জুলাই ২০২২ | আপডেট: ২২:২২, ৪ জুলাই ২০২২
সিলেট অঞ্চলে ঘন ঘন বন্যার জন্য অপরিকল্পিত উন্নয়ন, নদী-হাওরের নাব্য সংকট, দখল-দূষণ ও উজানে নদীগুলোতে বাঁধ নির্মাণকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে মন্ত্রীরা বলছেন, জনগণের স্বার্থেই এই উন্নয়ন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করেই এগিয়ে যেতে হবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে সিলেট বিভাগ সাংবাদিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত সিলেট অঞ্চলে বন্যার কারণ ও এর স্থায়ী সমাধান নিয়ে সেমিনারে এসব কথা তুলে ধরেন আলোচকবৃন্দ।
আলোচনায় অংশ নেন পরিবেশবিদ, গবেষক ও উন্নয়ণ বিশেষজ্ঞরাসহ কয়েকজন মন্ত্রী।
পাঁচ বছরের হিসেব বলছে, প্রায় প্রতিবছরই স্বল্প ও মধ্য মেয়াদী বন্যায় ডুবেছে সিলেট ও সুনামগঞ্জের জনপদ। তবে এবারের বন্যা অতীতের সব রের্কড ছাড়িয়ে গেছে।
জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টির পাশাপাশি মেঘনা অববাহিকায় উজানে ১৬টি আন্তদেশীয় নদীর ইচ্ছেমতো ব্যবহারে শিকার হচ্ছে সিলেট অঞ্চল।
অপরিকল্পিত উন্নয়নে নদী ও হাওরের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এছাড়া নাব্য সংকট ও মেঘনা নদীতে তিনটি সেতু নির্মাণ ও অন্যান্য অবকাঠামো এবারের বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে।
ঘনঘন বন্যা নিয়ে উদ্বিগ্ন জনপ্রতিনিধিরা। সংকট নিরসনে বিভিন্ন উদ্যোগের কথাও জানালেন তারা।
পরিকল্পনা মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় আধুনিক ও সময়োপযোগী উন্নয়ন পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে।
উদ্ধার তৎপরতার কারণে প্রাণহানি কম হলেও সম্পদের ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষতি কাটাতে নানা কর্মসূচিও হাতে নেয়ার কথা জানান তিনি।
এনএস//
আরও পড়ুন