ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

হেনোলাক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ৫ জুলাই ২০২২

জাতীয় প্রেস ক্লাব চত্বরে নিজের শরীরে আগুন দিয়ে ব্যবসায়ী গাজী আনিসের আত্মাহুতির ঘটনায় করা মামলার আসামি কথিত হেনোলাক্স কোম্পানির মালিক নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিন গ্রেপ্তার হয়েছেন।

রাজধানীর উত্তরা থেকে মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করে র‌্যাব।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে মঙ্গলবার দুপুরে গাজী আনিসের বড় ভাই নজরুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে মামলা করেন।

সোমবার (৪ জুলাই) বিকালে জাতীয় প্রেসক্লাব চত্বরের খোলা স্থানে আনিস নিজের গায়ে আগুন দেন। কয়েকজন সংবাদকর্মী আগুন নিভিয়ে তাকে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। পরে মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

হেনোলাক্স কোম্পানির কাছে তিনি সোয়া কোটি টাকা পান বলে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। মামলায় সেটিও উল্লেখ করা হয়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি