ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদের দিন বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ৬ জুলাই ২০২২

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টাতেও দেশের বিভিন্ন এরাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই ধাবাহিকতায় রোববার পবিত্র ঈদুল আজহার দিনও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে বলে আভাস রয়েছে।  

বুধবার আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে। তবে ভারি বৃষ্টির শঙ্কা কম। রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি