ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদে নৌযানে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৫, ৬ জুলাই ২০২২

পবিত্র ঈদুল আজহার আগে ও পরে মোট ১০ দিন নৌযানে মোটরসাইকেল পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (৬ জুলাই) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদযাত্রীদের নৌযানে ওঠা-নামার সুবিধায় বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. মোবারক হোসেন মজুমদার বলেন, “কয়েকদিন আগে নৌপরিবহন মন্ত্রণালয়ে লঞ্চ মালিক, শ্রমিক ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা বসে এ সিদ্ধান্ত হয়।”

এদিকে ঈদের আগে তিন দিন, ঈদের দিন এবং ঈদের পরে তিন দিন এই সাত দিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচল করা যাবে না বলে জানান সড়ক পরিবহন সচিব এবিএম আমিন উল্লাহ নুরী। এছাড়াও মহাসড়কে রাইড শেয়ারিংও করা যাবে না বলে তিনি জানান।

গত ৩ জুলাই সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি