ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদ আনন্দে বাগড়া দিতে পারে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

মৌসুমি বায়ুর কারণে দেশে এখন হুটহাট বৃষ্টি হচ্ছে। ঝড় কিংবা ভারি বৃষ্টির আভাস না থাকলেও ঈদুল আজহার দিনে কোথাও কোথাও ভোগাতে পারে হালকা বৃষ্টি। পাশাপাশি গরম তো থাকছেই। 

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) নিষ্ক্রিয় থাকায় কিছু কিছু স্থানে খুব সামান্য বৃষ্টি হচ্ছে। 

রোববার (১০ জুলাই) ঈদের দিনও আবহাওয়া মোটামুটি এমনই থাকতে পারে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে বলে জানান তিনি।

মনোয়ার হোসেন বলেন, কোরবানির দিন ভারি বর্ষণের আভাস নেই। তবে বিক্ষিপ্তভাবে ঈদের দিন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। ১০ জুলাইয়ের পর বৃষ্টি বাড়তে পারে।

আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, রংপুর, ঢাকা বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় কিছু কিছু স্থানে (১ থেকে ২৫ শতাংশ এলাকা) খুবই হালকা (সর্বোচ্চ ১০ মিলিমিটার) বৃষ্টি হতে পারে। তবে বেশিরভাগ সময় আবহাওয়া শুষ্ক থাকবে।

সারা দেশে ঈদের দিনের তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় সারা দেশে গরমের অনুভূতি থাকবে। রাজশাহী ও নীলফামারীতে যে মৃদু তাপপ্রবাহ চলছে তা রোববারও থাকতে পারে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি