দক্ষিণে ঝড়ের আভাস, উত্তরে গরম থাকবে আরও দুদিন
প্রকাশিত : ১০:৫১, ১২ জুলাই ২০২২
দক্ষিণাঞ্চলে ঘনঘন বৃষ্টিপাত হচ্ছে, তাই সেদিকে গরমের তীব্রতা কম। এরইমধ্যে মঙ্গলবার দক্ষিণের নয়টি জেলায় বৃষ্টিসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উত্তরাঞ্চলে গরমের অনুভূতি এখনও তীব্র। এ অবস্থা আরও অন্তত দুদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফরিদপুরসহ কয়েক জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ঝড়ের এমন আভাসের কারণে এ অঞ্চলগুলোর নদীবন্দরগুলোয় এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে উত্তরাঞ্চলের চলমান মৃদু তাপপ্রবাহ কিছুটা স্তিমিত হয়ে পড়েছে। তবে গড় তাপমাত্রা এলাকাভেদে ৩৫-৩৬ ডিগ্রি পর্যন্ত উঠেছে। এ কারণে ভ্যাপসা গরমের অনুভূতি রয়েছে।
আরএমএ/
আরও পড়ুন