ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন প্রণয় কুমার ভার্মা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ১২ জুলাই ২০২২ | আপডেট: ১৯:৩৪, ১২ জুলাই ২০২২

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেতে পারেন প্রণয় কুমার ভার্মা। ভারতের হাইকমিশনার হিসেবে বর্তমানে তিনি ভিয়েতনামে নিযুক্ত আছেন।

এর আগে কয়েকটি সূত্রের বরাতে ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার হিসেবে বর্তমানে যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা নিয়োগ পেতে পারেন বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। 

তবে মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম উইঅন এক প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে নিযুক্ত বর্তমান হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে নিযুক্ত হবেন। অন্যদিকে ঢাকায় নিয়োগ পাবেন প্রণয় কুমার ভার্মা।

তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ভারতের পারমাণবিক কূটনীতির দেখাশোনাকারী পরমাণু শক্তি বিভাগে আন্তর্জাতিক সম্পর্কের মহাপরিচালকও ছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি