ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যাহিদ হোসেন বিমানের নতুন এমডি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ১৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

রাষ্ট্রীয় বিমান পরিবহন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন সংস্থারই পরিচালক যাহিদ হোসেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে এই নিয়োগের তথ্য জানিয়েছে। 

আবু সালেহ মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন সরকারের অতিরিক্ত সচিব যাহিদ হোসেন।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক যাহিদ হোসেন একই সঙ্গে প্রকিউরমেন্ট ও লজিস্টিক সাপোর্ট এবং মার্কেটিং ও সেলসের অতিরিক্ত দায়িত্বও পালন করে আসছেন।

২০২১ সালের ফেব্রুয়ারি থেকে বিমানের এমডির দায়িত্ব সামলে আসা আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক পদেও পরিবর্তন এনেছে সরকার। ওই দায়িত্ব পেয়েছেন রংপুরের বিভাগীয় কমিশনারের দায়িত্ব সামলে আসা অতিরিক্ত সচিব আব্দুল ওয়াহার ভূঞা।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি