ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আট বিভাগে ঝরতে পারে বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১৯ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দেশের আট বিভাগেই বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সংস্থাটি জানায়, দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিসহ দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে বৃষ্টি বাড়ায় তাপপ্রবাহ কিছুটা কমতে শুরু করেছে। সোমবার দেশের মোট ৪৩টি বৃষ্টিপাত পর্যবেক্ষণাগারের মধ্যে ২৪টিতে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
 
সোমবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৬৫ মিলিমিটার। এর আগের দিনও সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে, ১৭৮ মিলিমিটার। আগামী কয়েক দিন অন্যান্য অঞ্চলেও বৃষ্টিপাত বাড়তে পারে।

২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, মঙ্গলবার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্তমানে রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, নীলফামারী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে, ৩৭.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল সিলেট, কুতুবদিয়া ও টেকনাফে, ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ বলেন, আট বিভাগেই বৃষ্টি বাড়ার সঙ্গে তাপমাত্রা কিছুটা কমে আসবে। পর্যায়ক্রমে কয়েক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বুধবারের পর বৃষ্টিপাত বাড়ার সঙ্গে তাপমাত্রা অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি