হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু
প্রকাশিত : ০৯:১৭, ২০ জুলাই ২০২২
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো.কামাল উদ্দিন মজুমদার (৬২) নামের আরও একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের হজ পালন করতে গিয়ে ২৩ জন বাংলাদেশির মৃত্যু হলো। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, নারী ৭ জন।
বুধবার (২০ জুলাই) সকাল সাড়ে আটটায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ম্যানেজমেন্ট পোর্টাল পিলগ্রিমের ডেথ নিউজে এসব তথ্য জানা গেছে।
পোর্টালে বলা হয়েছে, মো. কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের হালিশহরে। তার পাসপোর্ট নম্বর EF0604591। তার হজ গাইড আব্দুল মাজিদ রায়হান, মোনাজ্জেম মোহাম্মদ আবদুল মোমেন।
উল্লেখ্য, গত ৫ জুন থেকে ৫ জুলাই ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে গেছেন ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী। হজ শেষে গত বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে; চলবে ৪ আগস্ট পর্যন্ত।
এমএম/
আরও পড়ুন