ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ধর্মভীরু মানুষের সরলতার সুযোগ নিচ্ছে একটি চক্র: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৮, ২০ জুলাই ২০২২

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে সর্বক্ষেত্রে অভুতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। সমান তালে অর্থনৈতিকভাবেও এগিয়ে যাচ্ছে দেশ। তবে দেশের ধর্মভীরু মানুষের সরলতার সুযোগ নিয়ে একটি কুচক্রি মহল দেশকে অস্থিশীল করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তাঁর ভাষণে বলেছিলেন ‘কেউ আমাদের দমাইয়া রাখতে পারবে না’। ঠিক তেমনি শেখ হাসিনাকে দেশের উন্নয়নের পথ থেকে দমাতে পারেনি আর পারবেও না। সকল প্রতিবন্ধকতা এড়িয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হচ্ছে।

ডাঃ দীপু মনি বলেন, ধর্মের নামে অপপ্রচারের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। পাশাপাশি খেয়াল রাখতে হবে কেউ যেন মিথ্যা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেশ ও জাতির মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে। 

তিনি জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য দোয়া কমনা করেন। সেই সাথে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন শিক্ষামন্ত্রী।  

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আ’লীগের স্বাস্থ্য ও জনসংযোগ বিষয়ক সম্পাদক ড. রোকেয়া সুলতানা, সিরাজগঞ্জ- ৬ আসনের সংসদ সদস্য ড. মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়,  সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আজিজ, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সুইট, জেলা আ'লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি