ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজনৈতিক দলগুলোকে সরকারের কাছে যাওয়ার পরামর্শ সিইসির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

নির্বাচনকালীন সরকারের দাবি জানানো রাজনৈতিক দলগুলোকে ক্ষমতাসীন সরকারের কাছে তাদের দাবি তুলে ধরার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে ওই বিষয়ে ইসির এখতিয়ার না থাকার ইঙ্গিত দিয়ে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, “আপনারা যেসব কথা বলেছেন, অনেক দল এ কথাগুলো বলেছে। আপনাদের নির্বাচনকালীন সর্বদলীয় সরকার, নির্বাচনকালীন সরকার, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার- বিভিন্ন ধরনের প্রস্তাবনা আছে। বিভিন্ন দল থেকেও এসেছে।

“এগুলো নিয়ে আমাদের তরফ থেকে কিছু করার থাকলে... এগুলো পলিটিক্যাল বিষয়। আপনাদের দাবিগুলো সরকার জানবেন এবং আপনাদের দাবির চাপ বা প্রেসার কতটুকু- এগুলো সরকারকেও বুঝতে দিবেন। এগুলো পলিটিক্যাল ইস্যু, সাংবিধানিক সংশোধনের প্রয়োজন হতে পারে।”

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পঞ্চম দিনে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে আলোচনায় বসে ইসি। চেয়ারম্যান এম এ মুকিতের নেতৃত্বে কমিশনের কাছে ১৩ দফা সুপারিশ রাখে দলটি।

সংলাপে জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরে তাদের অংশ নেওয়ার আহ্বান জানান সিইসি।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি