ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নির্বাচন নিয়ে কূটনীতিকরা কোনো পরামর্শ দেননি: সিইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২০, ২৪ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছ থেকে কোনো পরামর্শ পাননি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সঙ্গে সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

গত ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর কমিশন ধারাবাহিক যে সংলাপ করছে, তার অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘‘সব দলকে নির্বাচনে অংশগ্রহণ করার অনুরোধ করে যাচ্ছি। অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন সবারই প্রত্যাশা। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে ও থাকবে। 

“অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনাদের সমর্থন ও সহায়তা আমাদের প্রয়োজন।’’

নির্বাচন কমিশনের ক্ষমতার ঘাটতি নেই জানিয়ে সিইসি বলেন, “নির্বাচনের সময় প্রয়োজনীয় বিভাগ ইসির নিয়ন্ত্রণে থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য ইসির ভূমিকা কঠোর হবে।”

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত (চেয়ারম্যান) আতাউল্লাহ হাফেজীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এতে সিইসিসহ চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন।

এ ছাড়া আজ আরও তিনটি দলের সঙ্গে সংলাপ হবে। এর মধ্যে জেএসডি সংলাপ প্রত্যাখ্যান করলেও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সঙ্গে সংলাপ হবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি