ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

পাকিস্তান দূতাবাসের কোনও অসৎ উদ্দেশ্য নেই: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ২৪ জুলাই ২০২২

নিজেদের পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকা জুড়ে পাকিস্তান হাইকমিশনের ফেসবুকে প্রকাশিত ছবিটি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তবে এর পেছনে পাকিস্তানের কোনো অসৎ উদ্দেশ্য নেই বলেও জানিয়েছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘এমন ছবির পেছনে পাকিস্তান হাইকমিশনের কোনো অসৎ উদ্দেশ্য নেই। তারপরও এটি তারা সরিয়ে ফেলবে বলে আশা প্রকাশ করছি।’’

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘ডিএইচ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘‘আমরা তাদের বলেছি, এটি বাদ দিলেই ভালো হয়। আমরা আশা করি, তারা আমাদের কথা শুনে এটি সরিয়ে ফেলবে।’’

শনিবার সন্ধ্যায় বিষয়টি জেনেছেন বলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘পাকিস্তান হাইকমিশন বলছে যে, তাদের দেশের পতাকা এবং অন্য দেশের পতাকা একসঙ্গে মিলিয়ে তারা এ ধরনের ছবি তৈরি করে থাকে। এ ধরনের পতাকা তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলংকাসহ অন্যান্য দেশেও তারা ব্যবহার করেছে।’’

বাংলাদেশের পতাকা নীতিমালার লঙ্ঘন সম্পর্কিত প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমাদের আপত্তি থাকলে নিশ্চয়ই পাকিস্তান দূতাবাস বিষয়টি প্রত্যাহার করবে। আমরা বলেছি যে, বিষয়টি আমাদের পছন্দ না।’’

পরে রোববার বেলা সাড়ে ১২টার দিকে পাকিস্তান হাই কমিশনের ফেসবুক পেইজের কভার থেকে ছবিটি সরিয়ে দেওয়া হয়।

এমএম/এসবি


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি