ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

তদন্তের ফল দেখে ইউএনও খসরুর বিষয়ে আদেশ: হাইকোর্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ২৫ জুলাই ২০২২

সাংবাদিককে টেকনাফের ইউএনওর গালিগালাজ বিষয়ে তদন্তে কি আসে তা দেখে পরবর্তী আদেশ দেবে হাইকোর্ট। 

সোমবার (২৫ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ কথা বলে। 

এদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমি উদ্দিন মানিক (২৫ জুলাই) আদালত বলেন, “আমি কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন, গালাগালির ঘটনায় টেকনাফের ইউএনও কায়সার খসরুকে শোকজ করেছেন জেলা প্রশাসক। তাকে সাত দিনের মধ্যে শোকজ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। 

“এছাড়া মন্ত্রিপরিষদ সচিবকে পুরো বিষয়টি জানানো হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিভাগীয় কমিটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। এই কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।”

তখন আদালত বলে, “ঠিক আছে। তাহলে তদন্ত প্রতিবেদন আসুক। প্রতিবেদন দেখে পরবর্তী আদেশ দেব।”

এর আগে রোববার দুদক আইনজীবী খুরশীদ আলম খান একই বেঞ্চে বিষয়টি উত্থাপন করলে হাইকোর্ট সাংবাদিককে ইউএনওর গালাগাল করার ঘটনাটিকে ‘দুঃখজনক ও অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে।  

টেকনাফের ইউএনওর ভাষা মাস্তানের চেয়েও খারাপ উল্লেখ করে হাইকোর্ট বলে, একজন 'রং হেডেড' মানুষ শুধু এরকম গালিগালাজ করতে পারে।

ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় কী ব্যবস্থা নেয়া হয়েছে তা রাষ্ট্রপক্ষকে জানাতে বলেছে হাইকোর্ট। 

সম্প্রতি টেকনাফের আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করে একটি গণমাধ্যম। এ সংবাদের পরিপ্রেক্ষিতে সেই সাংবাদিককে মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন টেকনাফের ইউএনও কায়সার খসরু।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি