ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাঙামাটিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী নেতার সহযোগী আটক

প্রকাশিত : ১৬:৫৮, ২০ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:০১, ২০ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

Arakan Armyরাঙামাটিতে মায়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি নেতা ডা. রেনিন স্যুয়ের সহযোগী মং অং থানকে আটক করেছে পুলিশ। রাঙামাটি শহরের বনরূপা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ভিন্ন নামে দুইটি জাতীয় পরিচয়পত্রসহ আরাকান আর্মির গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে চিহ্নিত করে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাঙ্গামাটির ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শহিদ উল্লাহ। তার বিরুদ্ধে বিদেশী নাগরিক অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি