ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সারাদেশে বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৬ জুলাই ২০২২ | আপডেট: ১২:৪০, ২৬ জুলাই ২০২২

আট বিভাগে অর্থাৎ সারাদেশেই বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে কোথাও কোথাও ভারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। 

সোমবার সব বিভাগেই কম-বেশি বৃষ্টি হয়েছে। সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮২ মিলিমিটার বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায়।

আগামী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা ক্রমেই বাড়তে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা। আর সকাল থেকেই হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি বাড়ায় অস্বস্তিকর গরম থেকে মুক্তি মিলেছে নগরবাসীর। তবে গুড়ি গুড়ি বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েছে অফিসমুখী মানুষ।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো ঈশ্বরদীতে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিলো সীতাকুণ্ডে ২৪ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্রগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি