ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সাক্ষরতায় এগিয়ে ঢাকা বিভাগ, পিছিয়ে ময়মনসিংহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৬, ২৭ জুলাই ২০২২

দেশের জনসংখ্যা অনুপাতে মোট সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ। বিভাগভিত্তিক জরিপে সর্বোচ্চ ৭৮ দশমিক ৯ শতাংশ হার নিয়ে এগিয়ে ঢাকা বিভাগ। অন্যদিকে সর্বনিম্ন স্বাক্ষরতার হার ৬৭ দশমিক ৯ শতাংশ ময়মনসিংহ বিভাগে ।

বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।

প্রতিবেদনে সাক্ষরতার হারের হিসাবে বলা হয়, দেশের নারী-পুরুষ মিলে মোট সাক্ষরতার হার ৭৪ দশমিক ৬৬ শতাংশ। যার মধ্যে অঞ্চলভেদে গ্রামাঞ্চলে ৭১ দশমিক ৫৬ শতাংশ এবং শহর এলাকায় ৮১ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে, নারী-পুরুষ লিঙ্গভিত্তিক বিবেচনায় পুরুষের সাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৬ শতাংশ, নারী শিক্ষার হার ৭২ দশমিক ৮২ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের সাক্ষরতার হার ৫৩ দশমিক ৬৫ শতাংশ। 

২০১১ সালে নারী-পুরুষ মিলে সাক্ষরতার হার ছিলো ৫১ দশমিক ৭৭ শতাংশ।

বিভাগভিত্তিক জরিপে এগিয়ে থাকা ঢাকা বিভাগে মোট সাক্ষরতার হার ৭৮ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে পুরুষ ৮০ দশমিক ৮ শতাংশ, নারী ৭৬ দশমিক ২ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৫৬ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের শহর এলাকায় মোট সাক্ষরতার হার ৮৩ দশমিক ৪০ শতাংশ। এর মধ্যে পুরুষ ৮৫ দশমিক ৮১ শতাংশ, নারী ৮১ দশমিক ৪৮ শতাংশ এবং হিজড়া ৫৬ দশমিক ৯৯ শতাংশ। অন্যদিকে গ্রাম এলাকায় এ হার পুরুষ ৭৫ দশমিক ১৭ শতাংশ, নারী ৭১ দশমিক ৪৭ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ৫৪ দশমিক ৫৬ শতাংশ।

সবচেয়ে পিছিয়ে থাকা ময়মনসিংহ বিভাগে মোট সাক্ষরতার হার ৬৭ দশমিক ৯ শতাংশ। পুরুষ ৬৮ দশমিক ৭৭ শতাংশ, নারী ৬৫ দশমিক ৪৯ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৪৪ দশমিক ৩৬ শতাংশ।

ময়মনসিংহ বিভাগের শহর এলাকায় মোট সাক্ষরতার হার ৭৭ দশমিক ৬৭ শতাংশ। গ্রামাঞ্চলে এ হার ৬৪ দশমিক ৫৯ শতাংশ। গ্রামে সাক্ষরতার হারে পুরুষ ৬৬ দশমিক ১০ শতাংশ, নারী ৬৩ দশমিক ১৭ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৪১ দশমিক ৩২ শতাংশ।

বরিশাল বিভাগে মোট সাক্ষরতার হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৭৪ শতাংশ ও নারী ৭৬ দশমিক ৭১ শতাংশ এবং তৃতীয় লিঙ্গের ৬৫ দশমিক ৩০ শতাংশ।

চট্টগ্রাম বিভাগে মোট সাক্ষরতার হার ৭৬ দশমিক ৫৩ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৭ দশমিক ৭৪ শতাংশ, নারী ৭৫ দশমিক ৪৩ শতাংশ, তৃতীয় লিঙ্গ ৫০ দশমিক ৮৪ শতাংশ।

খুলনা বিভাগে মোট সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। পুরুষ ৭৭ দশমিক ১৬ শতাংশ, নারী ৭২ দশমিক ৯৫ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৫৯ দশমিক ৯৩ শতাংশ।

সিলেট বিভাগে মোট সাক্ষরতার হার ৭১ দশমিক ৯২ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৫৪ শতাংশ, নারী ৭০ দশমিক ৫৪ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৪৪ দশমিক ৩৯ শতাংশ।

রাজশাহী বিভাগে মোট সাক্ষরতার হার ৭১ দশমিক ৯১ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৯০ শতাংশ, নারী ৬৯ দশমিক ৯৭ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৫৪ দশমিক ২৩ শতাংশ।

রংপুর বিভাগে মোট সাক্ষরতার হার ৭০ দশমিক ৭৫ শতাংশ। এর মধ্যে পুরুষ ৭৩ দশমিক ৮৮ শতাংশ, নারী ৬৭ দশমিক ৬৯ শতাংশ এবং তৃতীয় লিঙ্গ ৫৪ দশমিক ২৩ শতাংশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি