ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

রোহিঙ্গারা দেশে নানান সমস্যা তৈরি করছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ৩০ জুলাই ২০২২

বাংলাদেশে নানা ধরণের সমস্যা তৈরি করছে রোহিঙ্গারা। দ্রুত তাদের প্রত্যাবাসন দরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, মানব পাচারকারীরা ডিজিটাল স্পেস ব্যবহার করছে। 

শনিবার (৩০ জুলাই) রাজধানীতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত বিশ্ব মানব পাচার দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারা।

অনুষ্ঠানে দেশি-বিদেশী এনজিও ছাড়াও যোগ দেয় সরকারের বিভিন্ন সংস্থা। এসময় বিদেশী কূটনীতিকরা বলেন, পাচারকারীরা যেন প্রযুক্তি ব্যবহার করতে না পারে, সেজন্য সতর্ক হতে হবে।

আধুনিক টেকনোলজী ব্যবহারের মাধ্যমে মানব পাচার চলছে, যা চিন্তার বিষয় বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, মানব পাচার প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে সরকার।

আলোচনা সভায় মানব পাচার রোধে বিশ্বের উন্নত দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি