ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

বিকেলে ইসির সঙ্গে সংলাপে বসছে আওয়ামী লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫০, ৩১ জুলাই ২০২২

রোববার (৩১ জুলাই) বেলা ৩টায় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে ইসির সংলাপে অংশ নেবেন আওয়ামী লীগ প্রতিনিধিদল। তার আগে নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে সংলাপে বসবে জাতীয় পার্টি।

ইসি সূত্র জানিয়েছে, দিনের প্রথম সংলাপ হবে জাতীয় পার্টির সঙ্গে। দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদলের এ সংলাপে অংশ নেওয়ার কথা।

অন্যদিকে বিকেলে আওয়ামী লীগের সঙ্গে হবে শেষ দিনের শেষ সংলাপ। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। ৩৯টি দলের সঙ্গে সংলাপের সময়সূচি ঘোষণা করলেও সব দল সংলাপে যায়নি। বিএনপিও আগে থেকে জানিয়ে দেয় তারা সংলাপে অংশ নেবে না।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি