ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক মাসের ব্যবধানে ডেঙ্গু রোগী দ্বিগুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৩১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

জুনে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৭৩৭ জন। জুলাইয়ের শেষ দিনে তা দাঁড়িয়েছে ১ হাজার ৫৭১ জনে। জুনে একজন ডেঙ্গুতে মারা গেলেও জুলাইয়ে মারা গেছেন ৯ জন।

রবিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগী ৮০। আক্রান্তদের ৫৭ জনই ঢাকার।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে শুধু ঢাকায় ৩২৮ জন এবং ঢাকার বাইরে ২৫৫ জন।

এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২ হাজার ৬৬০ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৩২২ জন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি