মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টি
প্রকাশিত : ১০:১৯, ১ আগস্ট ২০২২
রাজশাহী ও রংপুর বিভাগের বেশির ভাগ জায়গায়; ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানায়। সংস্থাটি জানায়, সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। একই সময়ে দিনের তাপমাত্রা সামান্য কমে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টিপাত বাড়তে পারে বলেও জানায় আবহাওয়া অফিস। গতকাল দেশে সর্বোচ্চ ১২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে রংপুরে।
এসবি/
আরও পড়ুন