ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক যুদ্ধাপরাধী গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৮ আগস্ট ২০২২

যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট। 

মো. নজরুল ইসলাম (৭৫) নামের এই আসামিকে রোববার গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসলাম খান।

নজরুলের গ্রামের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার নয়ালতলায়। বর্তমানে রাজধানীর মিরপুর-১ এলাকায় থাকতেন।

মোহাম্মদ আসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকা থেকে নজরুলকে গ্রেপ্তার করা হয়। 

মামলা হওয়ার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ৫ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুনাল গত ২৮ জুলাই রায় ঘোষণা করেন। 

রায়ে নজরুলসহ ৫ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি