ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অভিযোগ ডাহা মিথ্যা: পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

সরকার টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চেয়েছেন- এমন বক্তব্য নিয়ে তোলপাড়ের মধ্যে নিজের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।  

তিনি বলেছেন, ভারতে গিয়ে এমন কথা বলেননি।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মোমেন বলেন, “আমাকে নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা ডাহা মিথ্যা। নির্বাচন নিয়ে কোনো কথা বলি নাই। দেশের অস্থিতিশীলতা নিয়ে কথা বলেছি।”

চট্টগ্রাম নগরীর জে এম সেন হলে গত ১৮ আগস্ট সন্ধ্যায় জন্মাষ্টমী উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, ‘আমি ভারতে গিয়ে বলেছি, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে হবে। শেখ হাসিনা আমাদের আদর্শ। তাকে টিকিয়ে রাখতে পারলে আমাদের দেশ উন্নয়নের দিকে যাবে এবং সত্যিকারের সাম্প্রদায়িকতামুক্ত, অসাম্প্রদায়িক একটা দেশ হবে।

‘শেখ হাসিনার সরকার টিকিয়ে রাখার জন্য যা যা করা দরকার, আমি ভারতবর্ষের সরকারকে সেটা করতে অনুরোধ করেছি।’

মন্ত্রীর ওই বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ক্ষমতাসীন দলটির অনেক নেতা। এ ধরনের মন্তব্য মন্ত্রীর ব্যক্তিগত বলে দাবি করেছেন তারা।

অন্যদিকে বিরোধী বিভিন্ন দলের নেতারা বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, বর্তমান সরকারকে টিকিয়ে রেখেছে ভারত।

এ কে আবদুল মোমেনের বক্তব্যে শপথ ভঙ্গ হয়েছে অভিযোগ করে তার পদত্যাগ চেয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

৪৮ ঘণ্টার মধ্যে মন্ত্রীর পদত্যাগ চেয়ে রোববার রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন এরশাদ হোসেন নামের ওই আইনজীবী।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি