ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, মন্ত্রণালয়ের আদেশ জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৪, ২২ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৫২, ২২ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান শুক্র ও শনিবার বন্ধের আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 

সোমবার (২২ অগস্ট) বিকালে এই আদেশ জারি হয়।

এর আগে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছিলেন, শিক্ষামন্ত্রীর প্রস্তাব (শিক্ষা প্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন ছুটি) অনুমোদন করা হয়েছে।

সপ্তাহের কোন দুই দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সেটি শিক্ষামন্ত্রী ঘোষণা দেবেন। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আদেশে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলো শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। 

‘বিশ্ববিদ্যালয়গুলোকে স্ব স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো’ বলা হয়েছে আদেশে।

এএইচএস
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি