শনিবার চা শ্রমিকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৭:৩৬, ৩০ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৪২, ৩০ আগস্ট ২০২২
চা শ্রমিকদের খোঁজখবর নিতে তাদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী শনিবার বিকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চা শ্রমিকদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বেশ কয়েক দিন ধরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন বিভিন্ন এলাকার চা শ্রমিকরা। এ প্রেক্ষাপটে ২৭ আগস্ট মালিকদের সঙ্গে গণভবনে বৈঠকে সরকারপ্রধান।
মালিকদের সঙ্গে হওয়া ওই বৈঠকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের অন্য সুযোগ-সুবিধাও আনুপাতিক হারে বৃদ্ধির নির্দেশ দেন তিনি।
এএইচএস
আরও পড়ুন