ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

বারডেমে ভর্তি কবি হেলাল হাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২ সেপ্টেম্বর ২০২২

গুরুতর অসুস্থ হয়ে বারডেম হাসপাতালে ভর্তি হয়েছেন কবি হেলাল হাফিজ। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।

কবি ফরিদ কবিরের ফেসবুক স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে। তিনি লিখেছেন, ‘কবি হেলাল হাফিজ গুরুতর অসুস্থ। বারডেম হাসপাতালের ৮৪১ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন।’

এর আগে ১৫ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কবি হেলাল হাফিজকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল।

হেলাল হাফিজ প্রধানত চোখের অসুবিধা, খেতে না পারা এবং হাঁটাচলার কষ্টে ভুগছেন। এ ছাড়া তার কিডনি, ডায়াবেটিস ও নিউরোলজিক্যাল সমস্যায়ও রয়েছে। এর আগে, বার্ধক্যজনিত জটিলতায় গত বছরের আগস্টে সিএমএইচে ভর্তি করা হয়েছিল তাকে।

হেলাল হাফিজের জন্ম ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায়। তার প্রথম কবিতার বই ‘যে জলে আগুন জ্বলে’ ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এ পর্যন্ত বইটির মুদ্রণ হয়েছে ৩৩ বারেরও বেশি। লেখালেখির পাশাপাশি হেলাল হাফিজ দৈনিক যুগান্তরের সম্পাদনা বিভাগে দীর্ঘদিন কাজ করেছেন।

২০১৪ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি