ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংসদ ভবনের স্থাপনার সংস্কার কার্যক্রম চলছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ২ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ২০:৪৭, ২ সেপ্টেম্বর ২০২২

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সংসদ ভবনের বিভিন্ন প্রয়োজনীয় স্থাপনার সংস্কার ও নতুন ভবন নির্মাণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। সকলের প্রচেষ্টায় খুব অল্প সময়ে জাতীয় সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য ডরমিটরি ভবন ২টি নির্মাণ সম্ভব হয়েছে, যা আনন্দের। 

স্পিকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার সংসদ ভবন ও সংসদ ভবন সংলগ্ন এলাকার নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা সদস্যদের এবং গণপূর্ত বিভাগের কর্মচারীদের জন্য রাজধানীর খামারবাড়িতে নবনির্মিত ডরমিটরি ১, ২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো: শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ফিতা কেটে নবনির্মিত ডরমিটরির শুভ উদ্বোধন করেন।

স্পিকার বলেন, বাংলাদেশ জনবহুল দেশ বিধায় বসবাসের জন্য জায়গার সুষ্ঠু ব্যবহার খুবই জরুরি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ভূমিহীন-গৃহহীনদের ঘর নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করছেন, যা বিশ্বদরবারে প্রশংসিত হয়েছে। যারা সংসদ স্থাপনার নিরাপত্তা কাজে নিয়োজিত আছেন, তাদের জন্য এরূপ ডরমিটরি ভবন নির্মাণ খুবই প্রেরণাদায়ক। তারা এখন উৎসাহ নিয়ে দ্বিগুণ উদ্যমে দায়িত্ব পালন করতে পারবেন।

সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব (এএস) মো: নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো: শহিদুল্লাহ খন্দকার বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে মো: সাইফুজ্জামান এমপি, নাহিদ ইজাহার খান এমপি, নার্গিস রহমান এমপিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংসদ সচিবালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি