ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

চিকিৎসা নিতে বিএসএমএমইউতে পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৫, ৬ সেপ্টেম্বর ২০২২

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শারীরিক অসুস্থতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্রমন্ত্রী বিএসএমএমইউর কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহমানের চেম্বারে যান। বিষয়টি বিএসএমএমইউ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং চিকিৎসকের পরামর্শে এ সময় পররাষ্ট্রমন্ত্রীর ইকো-কার্ডিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হয়। বুধবার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া যাবে।

সূত্রটি জানায়, হার্ট ফেইলিউর বিভাগের একজন চিকিৎসক এবং অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের একজন অধ্যাপক মন্ত্রীর শারীরিক অবস্থা পরীক্ষা করেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সোমবার চার দিনের সফরে নয়া দিল্লি যাওয়ার কথা ছিল ড. মো‌মেনের। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ মুহূর্তে এ সফর বাতিল করতে হয় বলে জানিয়েছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি