ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের সূচি জানালেন পররাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:৩৩, ১৪ সেপ্টেম্বর ২০২২

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) যুক্তরাজ্য যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ১৯ সেপ্টেম্বর অংশ নেবেন রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায়। সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) যাবেন নিউইয়র্কে।

তিনি বলেন, আগামী শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বাংলায় ভাষণ দেবেন।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনসহ নানা বিষয় উঠে আসতে পারে প্রধানমন্ত্রীর কথায়।

তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের এ অধিবেশনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী। এর আগে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তিনি নিউইয়র্ক পৌঁছাবেন।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী আরও জানান, সরকারপ্রধান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি অধিবেশনের সাইড লাইনে বেশ কয়েকটি দেশের সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকের কথা রয়েছে জাতিসংঘ মহাসচিবের সঙ্গেও।

এছাড়া, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি