ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ৫০ কর্মকর্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২১, ২২ সেপ্টেম্বর ২০২২

বাংলাদেশ পুলিশের ৫০ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার (এসপি) করা হয়েছে। সেই সঙ্গে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেয়া হয়েছে। 

বুধবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের পদোন্নতি দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস। 

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন পুলিশ অধিদপ্তরের বেগম তাপতুন নাসরীন, সিএমপির উপ-পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বেগম জেসমিন বেগম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেগম হামিদা পারভীন।

প্রথম প্রজ্ঞাপনে ৪৭ ও দ্বিতীয় প্রজ্ঞাপনে তিনজন অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশ সুপার করা হয়।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা ই-মেইলে যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে। 

এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপন দুটিতে উল্লেখ করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি