ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

সাজেদা চৌধুরীর আসনে উপনির্বাচন ৫ নভেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ২৬ সেপ্টেম্বর ২০২২

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া ফরিদপুর-২ আসনের উপনির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সোমবার (২৬ সেপ্টেম্বর) এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশন সভায় এ তফসিল ঘোষণার সিদ্ধান্ত হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১০ অক্টোবর, বাছাই ১২ অক্টোবর ও প্রার্থিতা প্রত্যাহার ১৯ অক্টোবর। এ উপনির্বাচনটির ভোট গ্রহণ হবে ইভিএমে। ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন।  

গত ১১ সেপ্টেম্বর ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান সৈয়দা সাজেদা চৌধুরী।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি