ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

জাতীয় গ্রিডে বিপর্যয়: বিদ্যুৎ নেই অনেক এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৮, ৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১৫:২৮, ৪ অক্টোবর ২০২২

জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাট দেখা দিয়েছে। এ জন্য ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং খুলনার আংশিক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। 

শুধু ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা নয়, নারায়ণগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, রাঙামাটি, রাজবাড়ী, টাঙ্গাইল এবং ময়মনসিংহসহ বিভিন্ন জেলায় একযোগে বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনা ঘটেছে।

কখন বিদ্যুৎ সরবরাহ শুরু হবে, তা নিশ্চিত করে বলতে পারছে না কেউ। তবে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালুর চেষ্টা করছে পিজিসিবি।

পিজিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ঢাকার কাছে টঙ্গী পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চলে এসেছে।

রাজধানী ঢাকার দুই বিতরণ সংস্থা ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক আমির কাউসার আলী গণমাধ্যমকে বলেন, “দুপুর ২টা ৫ মিনিট থেকে পুরো ঢাকায় বিদ্যুৎ নেই। দ্রুত বিদ্যুৎ সরবরাহের চেষ্টা করছে পিজিসিবি।”
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি